মার্ক 10:50-52 কিতাবুল মোকাদ্দস (BACIB)

50. তখন সে তার কাপড় ফেলে লাফ দিয়ে উঠে ঈসার কাছে গেল।

51. ঈসা তাকে বললেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করবো? অন্ধ তাঁকে বললো, রব্বূণী (হে আমার হুজুর), যেন দেখতে পাই।

52. ঈসা তাকে বললেন, চলে যাও, তোমার ঈমান তোমাকে সুস্থ করলো। তখনই সে দেখতে পেল এবং পথ দিয়ে তাঁর পিছনে পিছনে চলতে লাগল।

মার্ক 10