মাতম 5:9-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি,মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।

10. আমাদের চামড়া তুন্দুরের মত জ্বলে,দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে।

11. সিয়োনে রমণীরা ভ্রষ্টা হল,এহুদার নগরগুলোতে কুমারীরা ভ্রষ্টা হল।

12. নেতৃবর্গের হাত বেঁধে ফাঁসি দেওয়া হল,প্রাচীন লোকদের মুখ সমাদৃত হল না।

13. যুবকদেরকে যাঁতা বইতে হল,শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।

14. প্রাচীনেরা তোরণদ্বারে উপবেশনে নিবৃত্ত,যুবকরা বাদ্য বাদনে নিবৃত্ত হয়েছে;

15. আমাদের অন্তরের আনন্দলুপ্ত হয়েছে,আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।

16. আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে,ধিক্‌ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্‌ করেছি।

মাতম 5