1. হে মাবুদ, আমাদের প্রতি যা ঘটেছে, স্মরণ কর,দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।
2. আমাদের অধিকার বিদেশীদের হাতে,আমাদের বাড়িগুলো বিজাতীয়দের হাতে গেছে।
3. আমরা এতিম ও পিতৃহীন, আমাদের মায়েরা বিধবাদের মত হয়েছেন।
4. আমাদের পানি আমরা রূপা দিয়ে ক্রয় করে পান করেছি,আমাদের কাঠ মূল্য দিয়ে ক্রয় করতে হয়।