মাতম 4:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তার নেতৃবর্গ হিমের চেয়ে নির্মল,দুধের চেয়ে শুভ্রবর্ণ ছিলেন;প্রবালের চেয়ে লাল রংয়ের অঙ্গ তাঁদের ছিল;নীলকান্তমণির মত কান্তি তাঁদের ছিল;

8. তাঁদের মুখ কালি হতেও কালো হয়ে পড়েছে;পথে তাঁদেরকে চেনা যায় না;তাঁদের চামড়া অস্থিতে সংলগ্ন হয়েছে;তা কাঠের মত শুকিয়ে গেছে।

9. ক্ষুধায় নিহত লোকের চেয়ে বরং তলোয়ারে নিহত লোক ধন্য,কেননা এরা ক্ষেতের শস্যের অভাবেযেন শূলে বিদ্ধ হয়ে ক্ষয় পাচ্ছে।

10. স্নেহময়ী স্ত্রীদের হাত নিজ নিজ শিশু রান্না করেছে;আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে এরা তাদের খাদ্যদ্রব্য হয়েছে।

11. মাবুদ তাঁর ক্রোধ সম্পন্ন করেছেন,তাঁর প্রচণ্ড গজব ঢেলে দিয়েছেন;তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন,তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।

12. দুনিয়ার বাদশাহ্‌রা, দুনিয়াবাসী সমস্ত লোক, বিশ্বাস করতো না যে,জেরুশালেমের দ্বারে কোন বিপক্ষ কি দুশমন প্রবেশ করতে পারবে।

13. এর কারণ তার নবীদের গুনাহ্‌ ও তার ইমামদের অপরাধ;কেননা তারা তার মধ্যে ধার্মিকদের রক্তপাত করতো।

14. তারা অন্ধদের মত পথে পথে ঘুরে বেড়িয়েছে,রক্তে কলুষিত হয়েছে,লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।

মাতম 4