মাতম 4:2-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. হায়, বহুমূল্য সিয়োন-পুত্ররা, যারা খাঁটি সোনার মত,তারা মৃন্ময় ভাণ্ডের মত, কুম্ভকারের হাতের তৈরি বস্তুর মত গণিত হয়েছে।

3. শৃগালীরাও স্তন দেয়, নিজ নিজ শিশুদেরকে দুধ পান করায়;আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হয়েছে, মরুভূমিস্থ উটপাখিদের ন্যায়।

4. স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হয়েছে;বালক-বালিকারা রুটি চাচ্ছে,কেউ তাদেরকে তা দেয় না।

মাতম 4