62. আমার প্রতিরোধীদের মুখের বচনও আমার বিরুদ্ধে সমস্ত দিন তাদের বক্বকানি শুনেছ।
63. তাদের উপবেশন ও উত্থান নিরীক্ষণ কর,আমি তাদের গানস্বরূপ।
64. হে মাবুদ, তুমি তাদের হস্তকৃত কাজ অনুযায়ীপ্রতিফল তাদেরকে দেবে।
65. তুমি তাদেরকে অন্তরের জড়তা দেবে,তোমার বদদোয়া তাদের প্রতি বর্তিবে।
66. তুমি তাদেরকে ক্রোধে তাড়না করবে,মাবুদের বেহেশতের নিচে থেকে উচ্ছিন্ন করবে।