মাতম 3:32-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।

33. কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,মানুষকে শোকার্ত করেন না।

34. লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

35. সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,

36. কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে,তা প্রভু দেখতে পারেন না।

37. প্রভু হুকুম না করলে কার কালাম সিদ্ধ হতে পারে?

38. সর্বশক্তিমানের মুখ থেকে কি বিপদ ও সম্পদ দুই বের হয় না?

মাতম 3