30. সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।
31. কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।
32. যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।
33. কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,মানুষকে শোকার্ত করেন না।
34. লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,