18. মাবুদই ধর্মময়, কারণ আমি তাঁর হুকুমের বিরুদ্ধাচরণ করেছি;হে জাতি সকল, আরজ করি, শোন, আমার ব্যথা দেখ;আমার কুমারীরা ও যুবকেরা বন্দী হয়ে গেছে।
19. আমি আমার প্রেমিকদেরকে ডাকলাম, তারা আমাকে বঞ্চনা করলো;আমার ইমামেরা ও আমার প্রাচীনবর্গরা নগরের মধ্যে প্রাণত্যাগ করলো,বাস্তবিক তারা নিজ নিজ প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের খোঁজ করছিল।
20. দৃষ্টিপাত কর, হে মাবুদ, কেননা আমি সঙ্কটাপন্না;আমার অন্ত্র দগ্ধ হচ্ছে;আমার ভিতরে অন্তর বিকারপ্রাপ্ত হচ্ছে,কারণ আমি অতিশয় বিরুদ্ধাচরণ করেছি;বাইরে তলোয়ার নিঃসন্তান করছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।