মথি 6:7-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. আর মুনাজাত করার সময় তোমরা অনর্থক পুনরুক্তি করো না, যেমন অ-ইহুদীরা করে থাকে; কেননা তারা মনে করে, বেশি কথা বললেই তাদের মুনাজাতের উত্তর পাবে।

8. অতএব তোমরা তাদের মত হয়ো না, কেননা তোমাদের কি কি প্রয়োজন, তা যাচ্ঞা করার আগে তোমাদের পিতা জানেন।

9. অতএব তোমরা এই ভাবে মুনাজাতকরো;হে আমাদের বেহেশতী পিতা,তোমার নাম পবিত্র বলে মান্য হোক,

10. তোমার রাজ্য আসুক,তোমার ইচ্ছা সিদ্ধ হোক,যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেওহোক;

11. আমাদের প্রয়োজনীয় খাদ্য আজআমাদেরকে দাও;

12. আর আমাদের অপরাধগুলো মাফকর,যেমন আমরাও নিজ নিজঅপরাধীদেরকে মাফ করেছি;

13. আর আমাদেরকে পরীক্ষাতে এনোনা,কিন্তু মন্দ থেকে রক্ষা কর।

মথি 6