মথি 4:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কিন্তু জবাবে তিনি বললেন, লেখা আছে,“মানুষ কেবল রুটিতে বাঁচবে না,কিন্তু আল্লাহ্‌র মুখ থেকে যে প্রত্যেককালাম বের হয়,তাতেই বাঁচবে।”

5. তখন শয়তান তাঁকে পবিত্র নগরে নিয়ে গেল এবং বায়তুল-মোকাদ্দসের চূড়ার উপরে দাঁড় করালো,

6. আর তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্‌র পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়ে পড়, কেননা লেখা আছে,“তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমারবিষয়ে হুকুম দেবেন,আর তাঁরা তোমাকে হাতে করে তুলেনেবেন,পাছে তোমার পায়ে পাথরের আঘাতলাগে।”

মথি 4