মথি 4:13-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. আর নাসরত ত্যাগ করে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালি অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;

14. যেন নবী ইশাইয়ার মধ্য দিয়ে যে কালাম নাজেল হয়েছিল তা পূর্ণ হয়,

15. “সবূলূন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রেরপথে,জর্ডান নদীর অন্য পারে, অ-ইহুদীদেরগালীল,

16. যে জাতি অন্ধকারে বসে ছিল,তারা মহা আলো দেখতে পেল,যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল,তাদের উপরে আলো উদিত হল।”

17. সেই সময় থেকে ঈসা তবলিগ করতে আরম্ভ করলেন; বলতে লাগলেন, ‘মন ফিরাও, কেননা বেহেশতী-রাজ্য সন্নিকট’।

18. একদিন তিনি গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে শিমোন, যাকে পিতর বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছেন, কারণ তাঁরা জেলে ছিলেন।

মথি 4