পয়দায়েশ 7:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কেননা সাত দিন পর আমি দুনিয়াতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে দুনিয়া থেকে মুছে ফেলবো।

5. তখন নূহ্‌ মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন।

6. নূহের ছয় শত বছর বয়সে দুনিয়াতে বন্যা আরম্ভ হল।

7. বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নূহ্‌ ও তাঁর পুত্ররা এবং তাঁর স্ত্রী ও পুত্রবধূরা জাহাজে প্রবেশ করলেন।

8. নূহের প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে পাক ও নাপাক পশুর,

পয়দায়েশ 7