পয়দায়েশ 5:18-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. ইয়ারুদ এক শত বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম দিলেন।

19. হনোকের জন্মের পর ইয়ারুদ আট শত বছর জীবিত থেকে আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।

20. সর্বমোট ইয়ারুদের নয় শত বাষট্টি বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।

21. হনোক পঁয়ষট্টি বছর বয়সে মুতাওশালেহের জন্ম দিলেন।

পয়দায়েশ 5