পয়দায়েশ 49:2-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. ইয়াকুবের পুত্ররা, সমবেত হও, শোন,তোমাদের পিতা ইসরাইলের কথা শোন।  

3. রূবেণ, তুমি আমার প্রথমজাত,আমার বল ও আমার শক্তির প্রথম ফল,মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।

4. তুমি যেন অশান্ত পানির মাতামাতি,তোমার প্রাধান্য থাকবে না;কেননা তুমি নিজের পিতারবিছানায় গিয়েছিলে;তখন অপবিত্র কাজ করেছিলে;সে আমার বিছানায় গিয়েছিল।  

5. শিমিয়োন ও লেবি দুই সহোদর;তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।

পয়দায়েশ 49