এহুদা থেকে রাজদণ্ড যাবে না,তার চরণযুগলের মধ্য থেকেবিচারদণ্ড যাবে না,যে পর্যন্ত শীলো না আসেন;সমস্ত জাতি তাঁরই অধীনতাস্বীকার করবে।