1. পরে ইয়াকুব তাঁর পুত্রদেরকে ডেকে বললেন, তোমরা সমবেত হও, ভবিষ্যতে তোমাদের প্রতি যা ঘটবে তা তোমাদেরকে বলছি।
2. ইয়াকুবের পুত্ররা, সমবেত হও, শোন,তোমাদের পিতা ইসরাইলের কথা শোন।
3. রূবেণ, তুমি আমার প্রথমজাত,আমার বল ও আমার শক্তির প্রথম ফল,মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।