পয়দায়েশ 46:8-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. বনি-ইসরাইল, ইয়াকুব ও তাঁর সন্তানেরা, যাঁরা মিসরে গেলেন তাঁদের নাম। ইয়াকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।

9. রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

10. শিমিয়োনের পুত্র যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তার কেনানীয়া স্ত্রীজাত পুত্র শৌল।

11. লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।

12. এহুদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কেনান দেশে মারা গিয়েছিল; আর পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

পয়দায়েশ 46