1. পরে ইসরাইল তাঁর সর্বস্ব নিয়ে যাত্রা করে বের্-শেবাতে এলেন এবং তাঁর পিতা ইস্হাকের আল্লাহ্র উদ্দেশে কোরবানী করলেন।
2. পরে আল্লাহ্ রাত্রে ইসরাইলকে দর্শন দিয়ে বললেন, হে ইয়াকুব, হে ইয়াকুব! তিনি জবাব দিলেন, দেখ, এই আমি।
3. তখন তিনি বললেন, আমি আল্লাহ্, তোমার পিতার আল্লাহ্; তুমি মিসরে যেতে ভয় করো না, কেননা আমি সেই স্থানে তোমাকে বড় জাতি করবো।
4. আমিই তোমার সঙ্গে মিসরে যাব এবং আমিই সেই স্থান থেকে তোমাকে ফিরিয়ে আনবো, আর তোমার মৃত্যুর পরে ইউসুফ তোমার চোখের পাতা বন্ধ করে দেবে।