পয়দায়েশ 39:11-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. পরে এক দিন ইউসুফ কাজ করার জন্য বাড়ির মধ্যে গেলেন; বাড়ির লোকদের মধ্যে অন্য কেউ সেখানে ছিল না,

12. তখন সে ইউসুফের কাপড় ধরে বললো, আমার সঙ্গে শয়ন কর; কিন্তু ইউসুফ তার হাতে তাঁর কাপড়টি ফেলে বাইরে পালিয়ে গেলেন।

13. তখন ইউসুফ তার হাতে কাপড়টি ফেলে বাইরে পালিয়ে গেলেন দেখে, সে তার ঘরের লোকদেরকে ডেকে বললো,

পয়দায়েশ 39