পয়দায়েশ 36:35-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

35. হূশমের মৃত্যুর পর বদদের পুত্র যে হদদ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।

36. হদদের মৃত্যুর পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

37. সম্লের মৃত্যুর পর (ফোরাত) নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।

38. শৌলের মৃত্যুর পর অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন।

পয়দায়েশ 36