পয়দায়েশ 36:12-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. ইসের পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক জন উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য আমালেককে প্রসব করলো। এরা ইসের স্ত্রী আদার সন্তান।

13. রূয়েলের পুত্র নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা ইসের স্ত্রী বাসমতের সন্তান।

14. সিবিয়োনের পৌত্রী অনার কন্যা, যে অহলীবামা ইসের স্ত্রী ছিল, তার সন্তান যিয়ূশ, যালম ও কোরহ।

15. ইসের সন্তানদের দলপতিরা— ইসের জ্যেষ্ঠ পুত্র যে ইলীফস, তার পুত্র দলপতি তৈমন, দলপতি ওমার,

16. দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি আমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার সন্তান।

17. ইসের পুত্র রূয়েলের সন্তান দলপতি নহৎ, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রূয়েল বংশীয় এই দলপতিরা ইসের স্ত্রী বাসমতের সন্তান।

পয়দায়েশ 36