27. পরে কিরিয়থর্বের অর্থাৎ হেবরনের নিকটবর্তী মম্রি নামক যে স্থানে ইব্রাহিম ও ইস্হাক প্রবাস করেছিলেন, সেই স্থানে ইয়াকুব তাঁর পিতা ইস্হাকের কাছে উপস্থিত হলেন।
28. ইস্হাকের বয়স এক শত আশি বছর হয়েছিল।
29. পরে ইস্হাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে প্রাণত্যাগ করে আপন লোকদের কাছে গৃহীত হলেন এবং তাঁর পুত্র ইস্ ও ইয়াকুব তাঁকে দাফন করলেন।