আল্লাহ্ তাঁকে আরও বললেন, আমিই সর্বশক্তিমান আল্লাহ্, তুমি প্রজাবন্ত ও বহুবংশ হও; তোমার মধ্য থেকে একটি জাতি, এমন কি, বহুজাতি উৎপন্ন হবে, আর তোমার বংশ থেকে অনেক বাদশাহ্ উৎপন্ন হবে।