18. পরে ইয়াকুব পদ্দন্-অরাম থেকে এসে সহিসালামতে কেনান দেশের শিখিম নগরে উপস্থিত হলেন এবং নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।
19. পরে শিখিমের পিতা হমোরের সন্তানদেরকে রূপার এক শত কসীতা (মুদ্রা) দিয়ে তিনি তাঁর তাঁবু স্থাপনের জন্য ভূমিখণ্ড ক্রয় করলেন।
20. তিনি সেই স্থানে একটি কোরবানগাহ্ তৈরি করে তার নাম এল্-ইলাহী-ইসরাইল (আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্) রাখলেন।