25. তখন ইস্হাক বললেন, আমার কাছে আন; আমি পুত্রের আনীত হরিণের গোশ্ত ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে দোয়া করে। তখন তিনি গোশ্ত আনলে ইস্হাক ভোজন করলেন এবং আঙ্গুর-রস এনে দিলে তা পান করলেন।
26. পরে তাঁর পিতা ইস্হাক বললেন, বৎস, আরজ করি, কাছে এসে আমাকে চুম্বন করো।
27. তখন তিনি কাছে গিয়ে চুম্বন করলেন, আর ইস্হাক তাঁর কাপড়ের গন্ধ নিয়ে তাঁকে দোয়া করে বললেন,দেখ, আমার পুত্রের সুগন্ধমাবুদের দোয়াযুক্ত ক্ষেত্রের সুগন্ধের মত।
28. আল্লাহ্ আসমানের শিশির থেকেও ভূমির সরসতা থেকে তোমাকে দিন;প্রচুর শস্য ও আঙ্গুর-রস তোমাকে দিন।