45. আর আমাদের পূর্বপুরুষেরা তাঁদের সময়ে সেটি পেয়ে ইউসার সঙ্গে সেই জাতিদের অধিকারে প্রবেশ করলেন, যাদেরকে আল্লাহ্ আমাদের পূর্বপুরুষদের সম্মুখ থেকে তাড়িয়ে দিলেন। সেই তাঁবু দাউদের সময় পর্যন্ত রইল।
46. ইনি আল্লাহ্র দৃষ্টিতে মেহেরবানী লাভ করলেন এবং ইয়াকুবের আল্লাহ্র জন্য এক আবাস প্রস্তুত করার অনুমতি যাচ্ঞা করলেন;
47. কিন্তু সোলায়মান তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করলেন।
48. তবুও যিনি সর্বশক্তিমান, তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না; যেমন নবী বলেন,
49. “বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পাদপীঠ;প্রভু বলেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে?