18. আবার আমার গোলামদের উপরেএবং আমার বাঁদীদের উপরে সেই সময়ে আমি আমার রূহ্ সেচন করবো,আর তারা ভবিষ্যদ্বাণী বলবে।
19. আমি উপরে আসমানে নানা অদ্ভুত লক্ষণএবং নিচে দুনিয়াতে নানা চিহ্ন রক্ত, আগুন ও ধোঁয়া দেখাবো।
20. প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের আগেসূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র রক্ত হয়ে যাবে;
21. আর এরকম হবে, যে কেউ প্রভুর নামে ডাকবে,সেই নাজাত পাবে।”
22. হে ইসরাইল লোকেরা, এসব কথা শোন। নাসরতীয় ঈসা কুদরতি-কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্নগুলো দ্বারা তোমাদের কাছে আল্লাহ্-কর্তৃক প্রমাণিত মানুষ; তাঁরই দ্বারা আল্লাহ্ তোমাদের মধ্যে ঐ সমস্ত কাজ করেছেন, যা তোমরা নিজেরাই জান।