6. আশের-বংশের বারো হাজার;নপ্তালি-বংশের বারো হাজার;মানশা-বংশের বারো হাজার;
7. শিমিয়োন-বংশের বারো হাজার;লেবি-বংশের বারো হাজার;ইষাখর-বংশের বারো হাজার;
8. সবূলূন-বংশের বারো হাজার;ইউসুফ-বংশের বারো হাজার;বিন্ইয়ামীন-বংশের বারো হাজার লোককে সীলমোহর করাহয়েছিল।
9. এর পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, প্রত্যেক জাতি, বংশ ও লোকবৃন্দ ও ভাষার অনেক লোক, তাদের গণনা করতে সমর্থ কেউ ছিল না; তারা সিংহাসন ও মেষশাবকের সম্মুখে দাঁড়িয়ে আছে; তারা সাদা কাপড় পরা ও তাদের হাতে খেজুরের পাতা;