প্রকাশিত কালাম 5:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. ‘মেষশাবক, যিনি হত হয়েছিলেন,তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ওশক্তি ও সমাদর ও গৌরব ও শুকরিয়া,এসব গ্রহণ করার যোগ্য।’

13. পরে আমি আরও শুনলাম, বেহেশতে ও দুনিয়াতে ও দুনিয়ার নিচে ও সমুদ্রের উপরে যেসব সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই এই কথা বলছে,‘যিনি সিংহাসনে বসে আছেন,তাঁর প্রতি ও মেষশাবকের প্রতিশুকরিয়াও সমাদর ও গৌরব ও কর্তৃত্বযুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’

14. আর সেই চার জন প্রাণী বললেন, আমিন। আর সেই প্রাচীনেরা ভূমিতে উবুড় হয়ে সেজদা করলেন।

প্রকাশিত কালাম 5