1. পরে আমি একটি নতুন আসমান ও একটি নতুন দুনিয়া দেখলাম; কেননা প্রথম আসমান ও প্রথম দুনিয়া বিলুপ্ত হয়েছে এবং সমুদ্র আর ছিল না।
2. আর আমি দেখলাম, পবিত্র নগরী, নতুন জেরুশালেম, বেহেশত থেকে, আল্লাহ্র কাছ থেকে নেমে আসছে; সে তার বরের জন্য সুসজ্জিত কনের মত প্রস্তুত হয়েছিল।
3. পরে আমি সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম,দেখ, মানুষের সঙ্গে আল্লাহ্র আবাস;তিনি তাদের সঙ্গে বাস করবেনতারা তাঁর লোক হবে।আল্লাহ্ নিজে তাদের সঙ্গে থাকবেনও তাদের আল্লাহ্ হবেন।