প্রকাশিত কালাম 18:3-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. কেননা সমুদয় জাতি তার জেনার গজবের মদ পান করেছে,এবং দুনিয়ার বাদশাহ্‌রা তার সঙ্গে জেনা করেছে,এবং দুনিয়ার বণিকেরা তার বিলাসিতার প্রভাবে ধনবানহয়েছে।’

4. পরে আমি বেহেশত থেকে এরকম আর একটি বাণী শুনলাম,‘হে আমার লোকেরা, এর মধ্য থেকে বের হয়ে এসো,যেন ওর গুনাহ্‌গুলোর সহভাগী না হও,এবং ওর আঘাতগুলো যেন না পাও।

5. কেননা ওর গুনাহ্‌ আসমান পর্যন্ত উঁচু হয়েছে,এবং আল্লাহ্‌ ওর অপরাধগুলো স্মরণ করেছেন।

প্রকাশিত কালাম 18