10. তখন আমি বেহেশত থেকে জোরে জোরে এই কথা বলতে শুনলাম,‘এখন নাজাত ও পরাক্রম ও আমাদের আল্লাহ্র রাজ্যএবং তাঁর মসীহের কর্তৃত্ব উপস্থিত হল;কেননা আমাদের ভাইদের উপরে যে দোষারোপকারী,যে দিনরাত আমাদের আল্লাহ্র সম্মুখে তাদের নামে দোষারোপ করে,সে নিপাতিত হল।
11. আর মেষশাবকের রক্ত দ্বারা এবং নিজ নিজ সাক্ষ্য দ্বারা,তারা তাকে জয় করেছে;আর তারা মৃত্যু পর্যন্ত নিজ নিজ প্রাণও প্রিয় জ্ঞান করে নি।
12. অতএব, হে বেহেশত ও বেহেশত-বাসীরা, আনন্দ কর; দুনিয়া ও সমুদ্রের সন্তাপ হবে; কেননা শয়তান তোমাদের কাছে নেমে গেছে; সে অতিশয় রাগান্বিত, সে জানে, তার কাল সংক্ষিপ্ত।’