নাহূম 2:3-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. ওর বীরদের ঢাল রক্তাক্ত, যোদ্ধারা লাল রংয়ের কাপড় পরিহিত, ওর আয়োজন-দিনে রথগুলো ঝলসে ওঠে ও বর্শাগুলো চালিত হয়।

4. পথে পথে রথগুলো উন্মত্তের মত চলে, প্রশস্ত চকে দৌড়াতে দৌড়াতে পরসপর আঘাত করে; তাদের আভা মশালের মত, তারা বিদ্যুতের মত ধাবমান হয়।

5. বাদশাহ্‌ তাঁর কুলীনবর্গকে স্মরণ করেন, তারা যাবার সময় হোঁচট খায়, প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হচ্ছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা হয়েছে।

6. নদীর দ্বারগুলো খুলে গেল; প্রাসাদ বিলীন হল।

7. হ্যাঁ, এটি নিরূপিত; নিনেভে বিবস্ত্রা হয়েছে, নীতা হচ্ছে ও তার বাঁদীরা কবুতরের ধ্বনির মত শোকধ্বনি করছে, বক্ষঃস্থলে করাঘাত করছে, নিনেভে তো জন্ম থেকে পানিতে পূর্ণ পুষ্করিণীস্বরূপা, কিন্তু সকলে পালিয়ে যাচ্ছে;

8. দাঁড়াও, দাঁড়াও বললেও কেউ মুখ ফিরায় না।

নাহূম 2