নহিমিয়া 7:44-53 কিতাবুল মোকাদ্দস (BACIB)

44. গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটচল্লিশ জন।

45. দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবরের সন্তান, একশত আটত্রিশ জন।

46. নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসুফার সন্তান, টব্বায়োতের সন্তান,

47. কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,

48. লবানার সন্তান, হগাবের সন্তান, শল্‌ময়ের সন্তান,

49. হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,

50. রায়ার সন্তান, রৎসীনের সন্তান, নকোদের সন্তান,

51. গসমের সন্তান, ঊষের সন্তান, পাসেহের সন্তান,

52. বেষয়ের সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষযীমের সন্তান,

53. বক্‌বূকের সন্তান, হকূফার সন্তান, হর্হূরের সন্তান,

নহিমিয়া 7