11. তখন আমি বললাম আমার মত লোক কি পালিয়ে যাবে? আমার মত কোন লোক কি প্রাণ বাঁচাবার জন্য বায়তুল মোকাদ্দসে আশ্রয় নেবে? আমি সেখানে প্রবেশ করবো না।
12. আর আমি টের পেলাম, দেখ, আল্লাহ্ তাকে পাঠান নি, সে আমার বিপক্ষে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছে এবং টোবিয় ও সন্বল্লট তাকে ঘুষ দিয়েছে।
13. তাকে এজন্য ঘুষ দেওয়া হয়েছিল, যেন আমি ভয় পেয়ে সেই কাজ করি ও গুনাহ্ করি এবং তারা যেন আমার দুর্নাম করার সূত্র পেয়ে আমাকে টিট্কারি দিতে পারে।
14. হে আমার আল্লাহ্, টোবিয় ও সন্বল্লটের এই কাজ অনুসারে তাদেরকে এবং নোয়দিয়া মহিলা-নবীকে ও অন্য যে নবীরা আমাকে ভয় দেখাতে চাইত, তাদেরকেও স্মরণ কর।