নহিমিয়া 13:5-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আগে লোকেরা সেই স্থানে নিবেদিত শস্য-উৎসর্গ, কুন্দুরু ও সমস্ত পাত্র এবং লেবীয়, গায়ক ও দ্বারপালদের জন্য হুকুম অনুযায়ী দেওয়া শস্য, আঙ্গুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ এবং ইমামদের প্রাপ্য উত্তোলনীয় সমস্ত উপহার রাখত।

6. কিন্তু এসব ঘটনার সময়ে আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের দ্বাত্রিংশ বছরে আমি বাদশাহ্‌র কাছে গিয়ে কিছু দিন পর বাদশাহ্‌র কাছ থেকে বিদায় নিলাম।

7. পরে আমি জেরুশালেমে এলাম, আর ইলিয়াশীব টোবিয়কে আল্লাহ্‌র গৃহের প্রাঙ্গণে একটি কুঠরী দিয়ে যে অপকর্ম করেছে, তা অবগত হলাম।

8. এতে আমার অতিশয় অসন্তোষ জন্মাল; তাই ঐ কুঠরী থেকে টোবিয়ের সমস্ত গৃহসামগ্রী বের করে ফেললাম।

নহিমিয়া 13