21. হিল্কিয়ের কুলে হশবিয়, যিদয়িয়ের কুলে নথনেল।
22. ইলিয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের পিতৃকুলপতিদের এবং পারসীক দারিয়ুসের রাজত্বকালে ইমামদের নাম খান্দাননামায় লেখা হল।
23. লেবীয় বংশজাত পিতৃ-কুলপতিদের নাম বংশাবলি-কিতাবে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেখা হল।
24. লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয় ও কদ্মীয়েলের পুত্র যেশূয় এবং তাদের সম্মুখস্থ ভাইয়েরা আল্লাহ্র লোক দাউদের হুকুম অনুসারে দলে দলে প্রশংসা ও প্রশংসা-গজল করতে নিযুক্ত হল।
25. মত্তনিয় ও বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কুব দ্বারপাল হয়ে দ্বারগুলোর নিকটবর্তী ভাণ্ডারগুলোর প্রহরি-কর্ম করতো।