দ্বিতীয় বিবরণ 5:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তখন মূসা সমস্ত ইসরাইলকে ডেকে বললেন, হে ইসরাইল, আমি তোমাদের উদ্দেশে আজ যেসব বিধি ও অনুশাসনের কথা বলছি, সেসব শোন, তোমরা তা শিক্ষা কর ও যত্নপূর্বক পালন কর।

2. আমাদের আল্লাহ্‌ মাবুদ হোরেবে আমাদের সঙ্গে একটি নিয়ম করেছেন।

3. মাবুদ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই নিয়ম করেন নি, কিন্তু আজ এই স্থানে সকলে জীবিত আছি যে আমরা, আমাদেরই সঙ্গে করেছেন।

দ্বিতীয় বিবরণ 5