দ্বিতীয় বিবরণ 4:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কিন্তু তোমরা যত লোক তোমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতি আসক্ত ছিলে, সকলেই এখনও জীবিত আছ।

5. দেখ, আমার আল্লাহ্‌ মাবুদ আমাকে যেরকম হুকুম করেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সেরকম বিধি ও অনুশাসন শিক্ষা দিয়েছি, যেন তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশের মধ্যে তা পালন কর।

6. অতএব তোমরা সেসব মান্য ও পালন করো; কেননা জাতিদের সম্মুখে তা-ই তোমাদের জ্ঞান ও বুদ্ধিস্বরূপ হবে; এসব বিধি শুনে তারা বলবে, সত্যিই, এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান জাতি;

7. কেননা কোন্‌ বড় জাতির এমন নিকটবর্তী আল্লাহ্‌ আছেন, যেমন আমাদের আল্লাহ্‌ মাবুদ? যখনই আমরা তাঁকে ডাকি, তিনি নিকটবর্তী।

দ্বিতীয় বিবরণ 4