12. বিন্ইয়ামীনের বিষয়ে তিনি বললেন,মাবুদের প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাসকরবে;তিনি সমস্ত দিন তাকে আচ্ছাদন করেন,সে তাঁর সন্নিকটে বাস করে।
13. আর ইউসুফের বিষয়ে তিনি বললেন,তার দেশ মাবুদের দোয়াযুক্ত হোক,আসমানের উত্তম উত্তম দ্রব্য ও শিশিরদ্বারা,অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,
14. সূর্যের রশ্মিতে পাকা ফলের উত্তম উত্তমদ্রব্য দ্বারা,চান্দ্র মাসের পালায় পাকা উত্তম উত্তমদ্রব্য দ্বারা,
15. পুরানো পর্বতমালার প্রধান প্রধান দ্রব্যদ্বারা,চিরন্তন পাহাড়গুলোর উত্তম উত্তম দ্রব্যদ্বারা,
16. দুনিয়ার উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতাদ্বারা;আর যিনি ঝোপবাসী, তাঁর সন্তোষ হোক;সেই দোয়া অর্পিত হোক ইউসুফেরমাথায়;ভাইদের মধ্যে যে মহৎ তারই মাথারতালুতে।
17. তার প্রথমজাত ষাঁড়ের শোভাযুক্ত,তার শিংগুলো বন্য ষাঁড়ের শিং;তা দ্বারা সে দুনিয়ার প্রান্ত পর্যন্ত সমস্তজাতিকে গুঁতাবে;সেই শিংগুলো হল আফরাহীমের অযুতঅযুত লোক,মানশার হাজার হাজার লোক।
18. আর সবূলূনের বিষয়ে তিনি বললেন,সবূলূন! তুমি তোমার যাত্রাতে আনন্দকর,ইষাখর! তুমি তোমার তাঁবুতে আনন্দকর।
19. এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বানকরবে;সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে,কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য,এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণকরবে।
20. আর গাদের বিষয়ে তিনি বললেন,গাদের বিস্তার দোয়াযুক্ত হোক;সে সিংহীর মত বসতি করে,