দ্বিতীয় বিবরণ 14:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. কিন্তু যাদের ডানা ও আঁশ নেই, সেগুলোকে ভোজন করবে না, তারা তোমাদের পক্ষে নাপাক।

11. তোমরা সমস্ত রকমের পাক-পবিত্র পাখি ভোজন করতে পার।

12. কিন্তু এগুলো ভোজন করবে না; ঈগল, হাড়গিলা ও কূরল,

13. গৃধ্র, চিল ও নিজ নিজ জাত অনুসারে শঙ্করচিল,

14. আর নিজ নিজ জাত অনুসারে সমস্ত রকম কাক,

দ্বিতীয় বিবরণ 14