20. দানিয়াল বললেন,আল্লাহ্র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক,কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই।
21. তিনিই কাল ও ঋতু পরিবর্তন করেন;বাদশাহ্দেরকে পদভ্রষ্ট করেন ও বাদশাহ্দেরকে পদস্থ করেন;তিনি জ্ঞানীদেরকে জ্ঞান দেন, বিবেচকদেরকে বিবেচনা দেন।
22. তিনিই গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যা আছে,তা তিনি জানেন এবং তাঁর কাছে নূর বাস করেন।
23. হে আমার পূর্বপুরুষদের আল্লাহ্,আমি তোমার শুকরিয়া ও প্রশংসা করি,তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়েছ,আমরা তোমার কাছে যা চেয়েছিলাম,তা আমাকে এখন জানালে;তুমি বাদশাহ্র স্বপ্ন আমাদেরকে জানালে।