জাকারিয়া 8:3-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. মাবুদ এই কথা বলেন, আমি সিয়োনে ফিরে এসেছি, আমি জেরুশালেমে বাস করবো; আর জেরুশালেম সত্যপুরী নামে এবং বাহিনীগণের মাবুদের পর্বত পবিত্র পর্বত নামে আখ্যাত হবে।

4. বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, যারা বেশি বয়সের কারণে লাঠিতে ভর করে চলে, এমন প্রাচীন ও প্রাচীনারা পুনর্বার জেরুশালেমের চকে বসবে।

5. আর চকে খেলাধুলা করে এমন বালক বালিকাতে নগরের চকগুলো পরিপূর্ণ হবে।

6. বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, এই লোকদের অবশিষ্টাংশের দৃষ্টিতে যদি সেই সময়ে তা অসম্ভব মনে হয়, তবে কি আমার দৃষ্টিতেও অসম্ভব মনে হবে? এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।

7. বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি পূর্ব দেশ ও পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করবো;

8. আর আমি তাদেরকে আনবো, তাতে তারা জেরুশালেমে বাস করবে; এবং বিশ্বস্ততায় ও ধার্মিকতায় তারা আমার লোক হবে ও আমি তাদের আল্লাহ্‌ হবো।

9. বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, বাহিনীগণের মাবুদের গৃহের ভিত্তি স্থাপনকালীন নবীদের মুখে বর্তমান কালে এসব কথা শুনতে পাচ্ছ যে তোমরা, তোমাদের হাত সবল হোক; এবাদতখানা নির্মিত হবে।

জাকারিয়া 8