5. গান কর মাবুদের উদ্দেশে বীণা সহকারে,বীণা সহকারে ও গানের রবে।
6. তূরী ও ভেরিবাদ্য সহকারেবাদশাহ্ মাবুদের সম্মুখে জয়ধ্বনি কর।
7. সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক,দুনিয়া ও দুনিয়াবাসীরাও করুক;
8. নদ নদীরা করতালি দিক;,পর্বতমালা একসঙ্গে আনন্দগান করুক;
9. মাবুদের সাক্ষাতেই করুক,কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন;তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ও ন্যায়ে জাতিদের বিচার করবেন।