12. ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে,সে লেবাননের এরস গাছের মত বাড়বে।
13. যারা মাবুদের গৃহে রোপিত,তারা আমাদের আল্লাহ্র প্রাঙ্গণে উৎফুল্ল হবে।
14. তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে,তারা সরস ও তেজস্বী হবে;
15. এর দ্বারা প্রচারিত হবে যে, মাবুদ সরল;তিনি আমার শৈল এবং তাঁতে কোন অন্যায় নেই।