জবুর শরীফ 89:38-42 কিতাবুল মোকাদ্দস (BACIB)

38. কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ,তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।

39. তুমি নিজের গোলামের নিয়ম ঘৃণা করেছ,তাঁর মুকুট ভূমিতে ফেলে নাপাক করেছ।

40. তুমি তাঁর সমস্ত বেড়া ভেঙ্গে ফেলেছ,তাঁর সমস্ত দুর্গ ধ্বংস করেছ।

41. পথিকেরা সকলে তাঁর দ্রব্য লুট করে;তিনি প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছেন।

42. তুমি তাঁর বিপক্ষদের ডান হাত উঁচু করেছ,তাঁর সমস্ত দুশমনকে আনন্দিত করেছ।

জবুর শরীফ 89