32. তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাদের শাস্তি দেব,অধর্মের জন্য নানা ভাবে আঘাত করবো;
33. তবুও তা থেকে আমার অটল মহব্বত হরণ করবো না,আমার বিশ্বস্ততায় মিথ্যা বলবো না।
34. আমি আমার নিয়ম ব্যর্থ করবো না,আমার মুখনির্গত কালাম অন্যথা করবো না।
35. আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,দাউদের কাছে কখনও মিথ্যা বলবো না।
36. তার বংশ চিরকাল থাকবে,তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে।
37. তা চাঁদের মত চিরকাল অটল থাকবে;আকাশের বিশ্বস্ত সাক্ষীর মত থাকবে।[সেলা।]
38. কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ,তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।
39. তুমি নিজের গোলামের নিয়ম ঘৃণা করেছ,তাঁর মুকুট ভূমিতে ফেলে নাপাক করেছ।
40. তুমি তাঁর সমস্ত বেড়া ভেঙ্গে ফেলেছ,তাঁর সমস্ত দুর্গ ধ্বংস করেছ।
41. পথিকেরা সকলে তাঁর দ্রব্য লুট করে;তিনি প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছেন।
42. তুমি তাঁর বিপক্ষদের ডান হাত উঁচু করেছ,তাঁর সমস্ত দুশমনকে আনন্দিত করেছ।