জবুর শরীফ 89:24-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে,আমার নামে তার মাথা উন্নত হবে।

25. আর আমি স্থাপন করবো তার হাত সমুদ্রের উপরে,তার ডান হাত নদ-নদীর উপরে।

26. সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা,আমার আল্লাহ্‌ ও আমার উদ্ধারের শৈল।

27. আবার আমি তাকে প্রথমজাত করবো,দুনিয়ার বাদশাহ্‌দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।

28. আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো,আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে।

জবুর শরীফ 89