24. কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে,আমার নামে তার মাথা উন্নত হবে।
25. আর আমি স্থাপন করবো তার হাত সমুদ্রের উপরে,তার ডান হাত নদ-নদীর উপরে।
26. সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা,আমার আল্লাহ্ ও আমার উদ্ধারের শৈল।
27. আবার আমি তাকে প্রথমজাত করবো,দুনিয়ার বাদশাহ্দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।
28. আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো,আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে।