জবুর শরীফ 87:3-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. হে আল্লাহ্‌র পুরি, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়।[সেলা।]

4. যারা আমাকে জানে,তাদের মধ্যে আমি রহবের ও ব্যাবিলনের উল্লেখ করবো;দেখ, পলেষ্টিয়া, টায়ার ও ইথিওপিয়া;এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।

5. আর সিয়োনের বিষয়ে বলা যাবে,এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মগ্রহণ করলো,এবং সর্বশক্তিমান নিজেই সেটি অটল করবেন।

6. মাবুদ যখন জাতিদের নাম লেখেন, তখন গণনা করলেন,এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।[সেলা।]

জবুর শরীফ 87